অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: শৌচালয়ের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবার চেষ্টা এক গৃহবধূর। আশঙ্কা জনক অবস্থায় বর্তমানে ওই গৃহবধূর চিকিৎসা চলছে হাসপাতালে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, আত্মহত্যার চেষ্টা করা ওই গৃহবধূর নাম বেবি খাতুন। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে। গতকাল রাতে পারিবারিক অশান্তির কারণে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন বলেই খবর। বংশীহারী থানার পুলিশের তরফে ওই মহিলাকে সন্দেহভাজন অবস্থায় ঘুরতে দেখে আটক করে থানায় নিয়ে আসা হয়। এরপরই শনিবার থানার শৌচালয়ে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেন তিনি। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তার। অন্যদিকে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বংশীহারী থানার পুলিশের তরফে। এ বিষয়ে ওই গৃহবধূর শ্বশুর জানান, বৌমা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল একা। আমরা জানতে পেরেছিলাম তিনি কারো সাইকেলে চেপে আসছিলেন। পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলেই ওই ব্যক্তি সাইকেল ছেড়ে পালিয়ে যান। এরপরেই বৌমাকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। সেখানেই আত্মহত্যা করবার চেষ্টা করে সে। বর্তমানে বৌমার হাসপাতালে চিকিৎসা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct