আপনজন ডেস্ক: কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ইনডাকশন প্রোগ্রাম সেলের উদ্যোগে নিউ টাউন ক্যাম্পাসে ইঞ্জিনিয়ালিং বিভাগের নবাগত ছাত্রদের ওরাল হেলথ সম্পর্কে সচেতনতা ও মুখের বিভিন্ন রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় মুখের বিভিন্ন বদঅভ্যাস যথা ধূমপান, পান পরাগ খাওয়ার ক্ষতিকারক দিকগুলির বর্ণনা সহ কী কী সচেতনতা অবলম্বন করা উচিত তা নিয়ে বক্তব্য রাখা হয়। বিশেষ করে মুখের স্বাস্থ্যের সঙ্গে শারীরিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে সম্যক ধারণা দেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. ফারুল সরকার। এদিনের আলোচনায় ২০০ ছাত্রছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তথা ইনস্টিটিউট ইনডাকশন প্রোগ্রাম সেলের চেয়ারম্যান ড. আয়াতুল্লা ফারুক, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রফিকুল হক, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপিকা ড. শর্মিষ্ঠা মণ্ডল, অধ্যাপক তথা ইনস্টিটিউট ইনডাকশন প্রোগ্রাম সেলের কনভেনর ড. মুকান্দার শেখ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এহসান মল্লিক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সায়ীদুল হাসান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শাইন শেখ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct