এহসানুল হক, বসিরহাট, আপনজন: দুয়ারে সরকার” কর্মসূচিতে ভালো সাড়া বসিরহাটের বেগমপুর বিবিপুরে। শুক্রবার বেগমপুর পঞ্চায়েতের উদ্যোগে বেগমপুর বিবিপুর হাইস্কুলে দুয়ারে সরকার কর্মসূচির শিবির করা হয়। বিভিন্ন সরকারি কর্মসূচির সুবিধে নিতে অসংখ্য মানুষ শিবিরে ভিড় জমান। ক্যাম্পের তদারকি করেন পঞ্চায়েত প্রধান জামালুদ্দিন ও উপ প্রধান মিনাজুল ইসলাম। এদিন শিবিরে বেশিরভাগ মানুষই নতুন “স্বাস্থ্য সাথী” প্রকল্পের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানান। এছাড়া জাতিগত শংসাপত্র থেকে কন্যাশ্রী, রূপশ্রী, প্রকল্পের সুবিধা, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিতে এবং রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সংক্রান্ত নানা সমস্যা নিয়ে সাধারণ মানুষ আসেন সরকারি শিবিরে। অনলাইনে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা হয়। সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকেরা ক্যাম্পগুলোতে উপস্থিত থেকে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ক্যাম্পে হাজির ওয়াসিম, নার্গিসরা বলেন, অনেক পরিবারেই বড় অসুখ বিসুখ হলে মোটা টাকা খরচ করে চিকিৎসা করানোর সামর্থ্য নেই। সেক্ষেত্রে “স্বাস্থ্য সাথী” প্রকল্প অত্যন্ত সহায়ক হবে। তাই পরিবারের সকলের নাম অন্তর্ভুক্ত করাতে এসেছি। এদিন প্রধান জামাল উদ্দিন বলেন, আমার পঞ্চায়েতে দুয়ারে কর্মসূচি পালিত হচ্ছে। মানুষ পরিষেবা নিতে হাজির হয়েছেন। আমরা বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct