নিজস্ব প্রতিবেদক, খড়িবাড়ি, আপনজন: আগামী ৩০ নভেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে বাংলার শতবর্ষ উদযাপন হতে চলেছে। এই উপলক্ষে শনিবার উত্তর ২৪ পরগনার খড়িবাড়ি বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশ্ব নবী দিবস উদযাপনকে সামনে রেখে এক চক্ষু পরীক্ষা শিবির ও নারীর অধিকার রক্ষায় বিশ্ব নবী সা. এর ভূমিকা নিয়েও আলোচনা হয়। খড়িবাড়ি ইসলামিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান।
এদিনের অনুষ্ঠানে পীর ইমরান সিদ্দিকী ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহ: এর নানাবিধ কর্মকাণ্ড তুলে ধরেন। সোশ্যাল মিডিয়ায় ফুরফুরা শরীফ নিয়ে যে মিথ্যা রটানো হচ্ছে সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি এ থেকে মানুষকে সজাগ ও ধৈর্য্য ধারণের কথা বলেন। ইমরান সিদ্দিকী জানান, নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে বাংলার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বেলুড় মঠের প্রধান দায়িত্বশীল, আজমীর শরীফ এর দায়িত্বশীলসহ বিশিষ্টরা উপস্থিত থাকবেন। সংখ্যালঘু যুব ফেডারেশন এর রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান সাহেব জমিয়তে উলামায়ে বাংলা সংগঠনের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন। এদিনের সভায় আরো বক্তব্য রাখেন পীরজাদা রাকিবুল আজিজ বাখতেয়ারি, চক্ষু চিকিৎসক ডা. কবীর আহমেদ, হাফেজ নাজমুল আরেফিন, মাওলনা নুরুল হাসান, ইমাম সাহেব মাওলনা আব্দুল মুহিত সাহেব। শেষে দুয়া করেন পীরজাদা মাসুম বাখততেয়ারি। উপস্থিত ছিলেন পীরজাদা হাসানুজ্জামান, হাফেজ ইমরান আহমেদ, বাকিবুল ইসলাম, ইঞ্জামুল হক, শিক্ষক মাওলনা হাসানুজ্জামান, সৈয়দ সাজ্জাদ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহমুদুল হাসান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct