গাঁয়ে এলে
আসগার আলি মণ্ডল
আঁকা-বাঁকা পথ আর
সরু অলিগলি
গাছে গাছে ডেকে যায়
ফিঁঙে বুলবুলি।
দলে দলে হাঁস চরে
খালে-বিলে-ঝিলে
জলপিপি,মাছরাঙা
আছে বেশ মিলে।
টলমলে দীঘি জলে
হাসে শতদল
মাঝে-মাঝে ডেকে ওঠে
ডাহুক একদল।
আমগাছ,বাঁশঝাড়
তাল শত-শত
মিলেমিশে আছে বেশ
স্বজনের মতো।
পাখিদের সুর আছে
শুনতে ঠিকই পাবে
আমার গাঁয়ে এসো সবাই
প্রান জুড়িয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct