নাজিম আক্তার, মালদা, আপনজন: সৌদি আরবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবকের কফিনবন্দি দেহ ৬৭ দিন পর গ্ৰামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার ও আত্মীয়স্বজনেরা। ওই মৃত যুবকের নাম শেখ ফারিদ (২৮)। বাড়ি মালদা জেলার ইংলিশ বাজার থানার মিল্কি এলাকায়। শুক্রবার সন্ধ্যায় দেহটি গ্ৰামের বাড়িতে পৌঁছায় । পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার আশায় প্রায় সাড়ে তিন মাস আগে ঠিকাদারি এজেন্ট মারফতে সৌদি আরবে কাজ করতে গিয়েছিলেন ফরিদ। গত ৫ সেপ্টেম্বর বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয় মারা যান বলে খবর।
পরিবারের অভিযোগ, রতুয়া থানার কুমারগঞ্জ এলাকায় বাসিন্দা ওই এজেন্ট উজির আলী মারফতে সৌদি আরবে কাজ করতে যান ফরিদ। উজির আলি কোম্পানিতে কাজ দেওয়ার নাম করে সৌদি আরবে পাঠালেও সেখানে এক ঠিকাদারের কাছে কাজ করতে হয়। ৮ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ করাতো ওই ঠিকাদার। অতিরিক্ত কাজের কোন পারিশ্রমিক পেত না। গত ৫ সেপ্টেম্বর কাজ করতে গিয়ে ১১ টা নাগাদ বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান বলে ঠিকাদারের লোকের মারফতে জানতে পারেন। ঠিকাদারি এজেন্ট উজিরকে দেহটি বাড়িতে নিয়ে আসার কথা বললেও বিভিন্ন অজুহাতে ও ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশায় ৬৭ দিন কাটিয়ে দেন বলে অভিযোগ। তার জন্য দেহটি বাড়ি পৌছাতে এতদিন সময় লেগেছে বলে অভিযোগ। মৃত শেখ ফরিদ আলীর পরিবার রয়েছে স্ত্রী সহ দুই নাবালক সন্তান।সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। দুই নাবালক সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছেন স্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct