আপনজন ডেস্ক: কানাডার নায়াগ্রা জলপ্রপাতের নিচে থাকা একটি শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ আবারও খুলে দেয়া হল পর্যটকদের জন্য। নায়াগ্রা জলপ্রপাতের নিচে থাকা ‘ঐতিহাসিক’ সুড়ঙ্গটি ৮ মিটার লম্বা, ৬ মিটার চওড়া। সুড়ঙ্গে প্রবেশ করতে হবে কানাডার দিকে জলপ্রপাতের যে অংশটি, তার কাছ দিয়ে। সুড়ঙ্গটি প্রায় ২২০০ ফুট দীর্ঘ। একটি কাচের লিফটে করে পর্যটকদের এই সুড়ঙ্গের মুখ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তার পরে অন্য একটি লিফটে করে সুড়ঙ্গের ১৮০ ফুট ভেতরে নিয়ে যাওয়া হলে একটি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছবে, যা তাদেরই অংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct