সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ২০২২ সালের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর হোস্টেল অনুদান অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে না দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামল ভারত জাকাত মাঝহি পরগনা মহল। শুক্রবার ঐ সংগঠনের ‘বাঁকুড়া সদর তলালাটে’র উদ্যোগে মিছিল করে জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ, সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচী পালন করেন। আন্দোলনকারীদের তরফে বলা হয়েছে, আদিবাসী ছাত্র ছাত্রীদের হোস্টেলে থেকে পড়াশুনা করার যে ব্যবস্থা ছিল বর্তমান রাজ্য সরকার তা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই বাধ্য হয়ে আদিবাসী ছাত্র ছাত্রীরা বকেয়া ২০২০, ২০২১ ও ২০২২ সালের হোস্টেল গ্র্যাণ্ড জমা, বন্ধ থাকা হোস্টেল গুলি পূণরায় চালু, স্কুল সংলগ্ন হোস্টেল গুলিকে আশ্রম হোস্টেলে উন্নীত সহ ২০ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। এদিন আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আধিকারিককে এবিষয়ে ডেপুটেশন দিয়েছেন বলেও জানানো হয়েছে। এদিন আন্দোলনে অংশ নেওয়া স্কুল ছাত্রী উর্মিলা বাস্কে বলেন, প্রায় ১১ মাস হয়ে গেল, হৌষ্টেল অনুদান আমরা পাইনি। তাই বাধ্য হয়েই স্কুল কামাই করে এখানে আসতে হয়েছে। তাদের নির্দিষ্ট দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানেই বসে থাকবেন বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct