এহসানুল হক, বসিরহাট, আপনজন: রাজ্যজুড়ে ফের ডেঙ্গি আতঙ্ক । ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ডেঙ্গির খবর প্রকাশ্যে এসেছে। ডেঙ্গি নিয়ে সতর্ক করে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পথে নামল মাদ্রাসার পড়ুয়ারা। এদিন বসিরহাটের দু নম্বর ব্লকের অন্তর্গত ঘোড়ারস সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে সকাল নয়টা নাগাদ একটি পদযাত্রার আয়োজন করা হয়। প্রায় ৩০০ ছাত্রদের নিয়ে এই বিশেষ পথযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ছাত্রদের হাতে ছিল প্লাকার্ড। ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা থেকে গোপালপুর পর্যন্ত দীর্ঘ দুই তিন কিলোমিটার পথ অতিক্রম করে পদযাত্রা শেষ হয় । এদিন এই পথযাত্রায় উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল হামিদ ফাইজি, উপস্থিত ছিলেন আরও বিশিষ্টজনেরা। প্রধান শিক্ষক এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজ ডেঙ্গু নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। বিশেষ সচেতন করতে এই আমাদের প্রোগ্রাম। আমরা মানুষকে বলতে চাই আপনারা সাবধানে চলাফেরা করুন, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে সমস্ত দিক নির্দেশিকা রয়েছে সেইগুলো মেনে চলুন। মশা থেকে দূরে থাকুন। আমরা সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকি। মানুষ অসহায় পড়লে তাদের পাশে আমরা দাঁড়ায়। এদিন অভিনব কায়দায় এই পথযাত্রা অনুষ্ঠিত হয়। রাস্তায় মশারি টাঙ্গিয়ে সচেতন করা হয় মানুষকে। যাতে সব সময় মশারি ব্যবহার করেন তারা। পাশাপাশি এদিন পথ চলতি মানুষকে কাগজ বিতরণ করা হয়। এইরকম একটা অনুষ্ঠানকে এলাকার বুদ্ধিজীবী মানুষরা সাধুবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct