আপনজন ডেস্ক: আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা বিবৃতি প্রকাশ করে নয়, স্রেফ টুইটার পোস্ট দিয়ে কাতার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ২৬ সদস্যের দলে বড় চমক ১৯ বছর বয়সী চাভি সিমন্স। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণ বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো নেদারল্যান্ডস জাতীয় দলে ডাক পেয়েছেন। বার্সেলোনার যুব ক্লাব ছেড়ে দুই বছর পিএসজিতে ছিলেন সিমন্স। চলতি মৌসুমে যোগ দেন ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনে। পিএসভির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ২১ ম্যাচে করেছেন ১০ গোল। তরুণ এই মিডফিল্ডারকে ডাচ ফুটবলের সবচেয়ে সম্ভাবনাময় খেলোয়াড় মনে করছেন অনেকে। ২০১০ বিশ্বকাপে রানার্সআপ ও ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়া নেদারল্যান্ডস গত বিশ্বকাপের বাছাইপর্বের বৈতরণী পেরোতে পারেনি। লুই ফন গালের অধীনে থাকা এবারের দলটি বাছাইপর্ব উতরেছে গ্রুপের শীর্ষ দল হয়ে। বি শ্বকাপ দলে আছেন কয়েক বছর ধরে ইউরোপীয় ফুটবলে আলো ছড়ানো বেশ কয়েকজন ফুটবলার। এর মধ্যে আছেন বার্সেলোনায় খেলা ফ্রেঙ্কি ডি ইয়ং ও মেম্ফিস ডিপাই, লিভারপুলের ভার্জিল ফন ডাইক, ম্যানচেস্টার সিটির নাথান একেরা। বাদ পড়েছেন বায়ার্ন মিউনিখে খেলা রায়ান গ্রাভেনবার্খ এবং আয়াক্সের ব্রায়ান ব্রবি। ২০১৪ বিশ্বকাপে ১ নম্বর গোলরক্ষক হিসেবে খেলা কাসপার চিলেসেনও এবার জায়গা পাননি। নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২১ নভেম্বর, সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এ’ গ্রুপে অপর দুই ম্যাচে ২৫ নভেম্বর তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও ২৯ নভেম্বর স্বাগতিক কাতার।
নেদারল্যান্ডস বিশ্বকাপ দল
গোলকিপার: জাস্টিন বিইলো, রেমকো পাসভির, আন্দ্রিয়েস নোপার্ট।
ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক, নাথান একে, ডেলি ব্লিন্ড, ডেনজেল ডামফ্রাইজ, জেরেমি ফ্রিমপং, ম্যাথিয়াস ডি লিখট, টিরেল ম্যালাসিয়া, ইউরিয়েন টিম্বার, স্তেফান ডি ভার্জি।
মিডফিল্ডার: স্টিভেন বার্জওয়াইন, ফ্রেঙ্কি ডি ইয়ং, ডেভি ক্লাসেন, টিউন কুপমেইনার্স, মার্টেন ডি রুন, চাভি সিমন্স, কেনেথ টেলর।
ফরোয়ার্ড: স্টিভেন বারহাস, মেম্পিস ডিপাই, কোডি গাকপো, ভিনসেন্ট ইয়ানসেন, লুক ডি ইয়ং, নোয়া লাং, ভাউট ভেগহোর্স্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct