আপনজন ডেস্ক: ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম আরব-মুসলিম দেশ হিসেবে কাতার এবার ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে। এটাই সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ও শীতকালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শক ও ভক্তদের স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে মুসলিম অধ্যুষিত দেশ কাতার। বিশ্বকাপ চলাকালে ইসলামের শিক্ষা ও পরিচিতি তুলে ধরতে প্যাভিলিয়ন চালু করেছে দেশটির আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বিশ্বকাপের সময় নানা দেশের ভক্ত ও দর্শকদের কাছে ইসলামের পরিচয় তুল ধরতে এ উদ্যোগ নেয় আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়। প্যাভিলিয়নে বিভিন্ন ভাষায় মুদ্রিত ইসলাম ও আরব সংস্কৃতির পরিচিতিমূলক বই বিতরণ করা হবে। দর্শকদের সঙ্গে তাদের নিজস্ব ভাষায় কথা বলার জন্য থাকবেন সেই ভাষার দায়ি বা ইসলাম প্রচারক। বিশেষত উপসাগরীয় দেশ কাতারের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে দর্শনার্থীদের কাছে। এতে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর প্রযুক্তির সাহায্যে দেখানো হবে পবিত্র কাবাঘর, হাজরে আসওয়াদসহ মক্কা ও মদিনার ঐতিহাসিক ইসলামী স্থাপনা। বিশ্বকাপের আয়োজন ঘিরে নতুনভাবে সেজেছে কাতার। আরব ও ইসলামী স্থাপত্যশৈলীকে ধারণ করে প্রস্তুত রয়েছে দৃষ্টিনন্দন ৮ স্টেডিয়াম। রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে মহানবী (সা.)-এর হাদিস সংবলিত ম্যুরাল। সামাজিক শিষ্টাচার নিয়ে মহানবী (সা.)-এর প্রজ্ঞাপূর্ণ বাণীগুলো লেখা হয়েছে আরবি ও ইংরেজি ভাষায়। অর্থপূর্ণ হাদিসগুলো চলার পথে দর্শক ও পাঠকদের মনে তৈরি করে অন্য রকম অনুভূতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct