সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: কিছুদিন আগেই ট্রাফিক আইন ভাঙ্গায় শাস্তিস্বরূপ দিয়েছিলেন রোদের মধ্যে ট্রাফিক সামলানোর দায়িত্ব,আজ ফের শাস্তি স্বরূপ ৫ কিলোমিটার পথ হাঁটিয়ে ট্রাফিক পুলিশের ইউনিফর্ম পরিয়ে ছাত্র-ছাত্রীদের ‘সেফ ড্রাইভ সেভ ড্রাইভ’ লাইফ কর্মসূচি বোঝানোর নির্দেশ দিলেন ট্রাফিক ওসি অলকেশ পতি। প্রসঙ্গত আজ কোতুলপুরের গোপীনাথপুর সরোদ বাসিনি হাইস্কুলে, ট্রাফিক ওসির নেতৃত্বে চলছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি’। তার ঠিক পাশেই চলছিল কোতুলপুর ট্রাফিক গার্ডের নেতৃত্বে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান। এদিন হেলমেট বিহীন এক মোটরসাইকেল আরোহীকে চোখে পড়ে কোতুলপুর ট্রাফিক গার্ডের কর্তব্যরত ওসি অলকেশ পতির। সেখানেই তার জন্য নির্দিষ্ট মূল্যের জরিমানা ধার্য না করে নিদান দিলেন অভিনব এক শাস্তির, শাস্তি স্বরূপ মিলল ট্রাফিক পুলিশের ইউনিফর্ম পরে, দীর্ঘ ৫ কিলোমিটার পথ হেঁটে ছাত্র-ছাত্রীদের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সম্পর্কে বোঝানোর দায়িত্ব।ইতিমধ্যেই ওই জায়গাতে ঘটে গেছে অনেক পথদুর্ঘটনা, চলে গেছে অনেক মানুষের প্রাণ তবুও মানুষ উদাসীন। বারে বারে উদাসীনতার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই জরিমানার পরিবর্তে অভিনব শাস্তির ব্যবস্থা। এদিন গোপীনাথপুর সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আমাদের জানান জয়পুর কোতুলপুর ট্রাফিক গার্ডের ওসি অলকেশ বাবুর তত্ত্বাবধানে আমাদের এই মিছিল সংগঠিত হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct