আপনজন ডেস্ক: পতঙ্গবাহী মশা সংক্রমণ রোধে পথে নেমে কাজ শুরু করল বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল। এমনিতেই আজিজুল তৎপরতায় ও বর্তমান ভাতৃবধূ কাউন্সিলর মমতা মণ্ডলের যৌথ নেতৃত্বে ওয়ার্ড জুড়ে জঞ্জাল সাফাই, ব্লিচিং, ধোঁয়া, মশা মারার তেল ছাড়ানো-সহ সংক্রমণ রোধে যাবতীয় কাজ হচ্ছে নিয়মিত। সাফাই কর্মীদের সঙ্গে খোদ নিজে আটঘরা অঞ্চলে মশা মারার ধোঁয়া ছড়ালেন প্রাক্তন এই কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল। আজিজুলের বক্তব্য, ‘রাস্তায় নেমে মশা মারার ধোঁয়া ছড়ানোর এ ছবি নতুন কিছু নয়। নাগরিক পরিষেবায় তিনি সব ধরনের কাজ করতে প্রস্তুত’। এর আগে প্রাকৃতিক দুর্যোগে পথে নামতে দেখা গেছে আজিজুলকে।
অন্যদিকে, এদিন ডেঙ্গু সংক্রমণে বাসিন্দাদের আরও সজাগ করতে, কার্যত পুর নাগরিকদের দুয়ারে পৌঁছে গেলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বৃহস্পতিবার পুরনিগমের কেষ্টপুর এলাকায় ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুয়ারে দুয়ারে পৌঁছে ডেঙ্গুর সচেতনতা বার্তা ছড়িয়ে দেন তিনি। ওয়ার্ডের জ্বরে আক্রান্তদের শারীরিক পরিস্থিতির খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি ওই ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মন্ডলকে সঙ্গে নিয়ে ডেঙ্গু সচেতনতার অভিযানে সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেন মেয়র। সেখানে বাসিন্দাদের নানান অভাব-অভিযোগ শুনে, তা দ্রুত সমাধানের আশ্বাস দেন মেয়র কৃষ্ণা। এদিনের ওই কর্মসূচিতে মেয়র কৃষ্ণ চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন বিধাননগরের পুর স্বাস্থ্য আধিকারিক, মহকুমা প্রশাসন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct