গজেন মন্ডল: আমরা কবে মানুষ হব। কবি তথা বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক মোঃ ইসরাইল সেখের দ্বিতীয় কাব্যগ্রন্থ। মুক্তি প্রকাশন হইতে প্রকাশিত ৭২ পৃষ্ঠার বইটিতে সর্বমোট ৬৫টি কবিতা আছে। এটি একটি মূলত জীবনমুখী কাব্য। দারিদ্রতা এবং অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনকে টেনে নিয়ে যেতে হয় কবিকে। তাই বাস্তব রূঢ় জীবনের বিচিত্র ধারা আগাছা-দামে রুদ্ধ শুষ্ক নদীর মতই নির্মম ছবি ফুটে ওঠে কবির কবিতায়।মাটিতে পা রেখে চলতে গিয়ে যে সকল বাধা-বেদনার পঙ্কিল স্বভাবজ প্রাণের সজীবতায় আষ্টেপৃষ্ঠে জুড়ে যায়, আর সেখান থেকেই কাব্য উত্তরণের সাক্ষী হয়ে অকপটে নির্মীত হয় ‘আমরা কবে মানুষ হবো।’ এতো সুন্দর ও গভীরভাবে জীবনকে যে উপলব্ধি করা যায়,তারই এক অনুপম ধ্বনি প্রবাহিত হয় কাব্যের পাতা থেকে পাতান্তরে। সাধারণ জীবনের প্রতি কবির বদান্যতা এবং তীর্যক অভিমান চমৎকারভাবে ব্যক্ত হয় স্বাধীনতা’শীর্ষক কবিতায়—‘ফুটপাতে তাকিয়ে দেখি আজও ছিন্ন বস্ত্র পরিধানে কত মানুষ আজও দাড়িয়ে ধনীদের সন্মুখ পানে? আবার ‘ইসলাম ধর্মের কিছু কথা’ শিরোনামে কবিতায় নৈতিক বোধকে ছড়িয়ে দিয়েছেন বর্তমান প্রজন্মের মাঝে। এখানে কবি বলেছেন-
‘ইসলাম হলো ন্যায় বিজ্ঞানসম্মত শান্তির ধর্ম ইসলাম করেছে মানা করতে যত সব কুকর্ম।’ আমাদের আর্থিক বৈষম্য ভরা জটিল সমাজ কবির চিত্তকে ব্যথাতুর করে তোলে। তাই গভীর আক্ষেপ কবি ‘খাবার’ নামক কবিতায় বলেছেন- ‘কোটি কোটি টাকা ব্যয় করে আজও উৎসব পালিত হয় ক্ষুধার তরে আজও কেন মানুষ মারা যায়?’ মাতৃগর্ভাঙ্কুর থেকে জন্মগ্রহণ দিয়ে শুরু হয় আমাদের মানুষ হবার নিরবধি প্রচেষ্টা যা চলতে থাকে জীবনের শেষ দিন পর্যন্ত। এই মানুষ হতে গিয়ে মানুষ শিক্ষা, জ্ঞান,অধ্যায়ন,পরামর্শ, গ্রহণ করে নানা ভঙ্গিতে নানান ক্ষেত্র থেকে।আবার মানুষ হতে গিয়ে কখনো কখনো অসম প্রতিযোগিতার সন্মুখীন হয়ে কৌশল কে হাতিয়ার করে লড়াই ময়দানকেও বেছে নিতে হয়।হিংসা, দ্বেষ, ঈর্ষা, পরশ্রীকাতরতা প্রভৃতির দ্বারা আজকের বিপণনী যুগে যখন আদর্শ, নৈতিকতা, সততা,শিষ্টাচার, শালীনতা অবক্ষয়গ্রস্ত, তখন আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেও মানুষ হবার জটিল কষ্টকর লক্ষ্যবিন্দু উত্তীর্ণ হতে পারিনি বলেই কবি ‘আমরা কবে মানুষ হবো’ কবিতায় সুন্দরভাবে তুলে ধরেছেন, যেখানে কবি বলেছেন- ‘বিবেকটাকে ঘুম পাড়িয়ে সব ভয়ে ভয়ে চলি, প্রাণের ভয়ে সত্যটাকে চাপা দিয়ে মিথ্যে কথা বলি।’
আলোচক: শিক্ষক, দিওড় পানাউল্লা উচ্চ বিদ্যালয়
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct