আপনজন ডেস্ক: কলেরার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে। কলেরায় ২১৪ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশেটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একে গত এক দশকের মধ্যে সবেচেয়ে খারাপ প্রার্দুভাব উল্লেখ করা হয়েছে। গত মার্চ থেকে ৭ হাজার ৪৯৯ জন কলেরা কেইস পাওয়া গেছে। গত ১০ বছরের মধ্যে দেশটির মধ্যে সবেচেয়ে বড় আঘাত বলেছে জাতিসংঘ। মালাউইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, গত মঙ্গলবারও ১৭৪ জন নতুন করে কলেরা রোগী শনাক্ত হয়েছে। মন্ত্রণালয়ের পরিচালক স্টর্ম কাবুলুজি বলেন, নতুন করে ঢেউ দেখা দিয়েছে। তবে অক্টোবরে অনেক বৃদ্ধির পর এখন কিছুটা কমেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘে শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছিল, দেশটির টিকাদান কার্যক্রমকে এগিয়ে নিতে ২৯ লাখ কলেরার ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলেরায় ডায়রিয়া এবং বমি হয়ে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct