আপনজন ডেস্ক: শিক্ষক ও অশিক্ষক কর্মী সহ অসমের মাদ্রাসাগুলিকে কর্মরতদের পূর্ণাঙ্গ তালিকা অসম সরকারের কাছে ১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিল অসম সরকার। বুধবার রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ভাস্কর জ্যোতি মহন্ত, মাধ্যমিক শিক্ষা অধিকর্তা মমতা হোজাই, অন্যান্য সরকারি আধিকারিক এবং মাদ্রাসা নিয়ন্ত্রণকারী ইসলামিক সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পর এই নির্দেশ দেওয়া হয়। সংগঠনগুলির মধ্যে আছে অল আসাম তানজিম মাদারিস কোমিয়া, অল আসাম তালিমি তারাক্কি বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড আল-হাফিজ (সালাফি), আদারা মাদারিস ইসলামিয়া এবং অল আসাম আহলে-সুন্নাত মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে সমস্ত মাদ্রাসাকে তাদের বিবরণ সরকারের কাছে জমা দিতে হবে এবং এর জন্য ১ ডিসেম্বর শেষ তারিখ।
এ নিয়ে ডিজি বলেন, প্রতিটি মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও অন্যান্যদের বিস্তারিত প্রাসঙ্গিক তথ্য মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক প্রস্তুত করা একটি ডেডিকেটেড পোর্টালে আপলোড করা হবে। অসম পুলিশের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি মাদ্রাসার সঙ্গে যুক্ত সবার পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। অন্যান্য শর্তের মধ্যে রয়েছে প্রতিটি মাদ্রাসায় কমপক্ষে ১০০ জন শিক্ষার্থী থাকতে হবে। আর দুটি মাদ্রাসার মধ্যে সর্বনিম্ন দূরত্ব থাকবে ৩ কিলোমিটার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct