নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম, আপনজন: জঙ্গলমহলের লোধা সম্প্রদায়ের শিশুদের পুষ্টি অভাব পুরন করতে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম জ্ঞেলা পুলিশ।জঙ্গলমহলে এক সময় পুলিশকে দেখলেই মানুষ ভয় পেত। ক্ষোভ উগরে দিত। কিন্তু বর্তমানে পুলিশের ভূমিকা কখনো শিক্ষকের রুপে,কখনো রক্তদাতা হিসেবে। আবার কখনও কখনও দুঃস্থ মানুষদের শীতের বস্ত্র বিতরণ করতে ,কখনো সচেতন করতে এছাড়াও বাচ্চাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে দেখা যাচ্ছে পুলিসকে। আজ ঝাড়গ্রামের পুরাতন সাবিত্রী মন্দির সংলগ্ন ময়দানে সহায় প্রকল্পের অনুষ্ঠানের মধ্য দিয়ে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র দিলেন জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এছাড়াও শিশুদের পুষ্টিজাত খাদ্য তুলে দিল ঝাড়গ্রাম জেলার পুলিশ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এছাড়াও সমস্ত পুলিশ আধিকারিকরা সহ ঝাড়গাম পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বলেন, এই প্রোগ্রামের মধ্যে মানুষের থেকে যদি সেই ভাবে সাড়া পাওয়া যায় তাহলে প্রতি সপ্তাহে দুবার করে এরকম কর্মসূচির আয়োজন করা হবে সমস্ত জায়গায় এবং এরই সাথে তিনি জানান যে ,কোন সমস্যার জন্য ঝাড়গাম জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে থাকবে। এই অনুষ্ঠানকে ঘিরে আনন্দিত এলাকাবাসী, সাধারণ মানুষের ভিড় ছিল নজর কারার মত । ঝাড়গ্রাম জেলার পুলিশকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। জঙ্গলমহলে সেখানকার পুলিশের জনসংযোগ বাড়াতে এহেনও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct