মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া দুয়ারে সরকার শিবির পরিচালিত হচ্ছে। বুধবার দেগঙ্গার নুরনগর পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের বাড়ি গিয়ে বোঝানোর সঙ্গে সঙ্গেই দুয়ারে সরকার শিবিরমুখী হওয়ার আহ্বান করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সহ অন্যান্যরা। আরিজুল্লাহপুরের হানিফ মোল্লা বলেন, এরকম মানুষজন বাড়িতে গিয়ে ডেকে এনে দুয়ারে সরকার শিবিরে যেভাবে আমাদের প্রয়োজনীয় কাজ মিটিয়ে দিয়েছেন তা সত্যিই অকল্পনীয়। একেএম ফারহাদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য জনহিতকর কর্মসূচিগুলি রূপায়ণ করে চলেছেন তা একমাত্র বাংলাতেই সম্ভব।উপভোক্তাদের বাড়িতে গিয়ে তাদের শিবিরমুখী করার প্রবণতা বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকদের ভূমিকার প্রশংসা করেন। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, মাঠে ময়দানে নেমে সকলের প্রচেষ্টায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।আজকে মানুষ তাঁর হাতের কাছেই সবরকমের সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। নুরনগরের দুয়ারে সরকার শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান উমা দাস, উপপ্রধান হাজী আব্দুর রব, সমাজকর্মী নিলুপদ দাস, জনপ্রতিনিধি আমিনুল, কুতুব প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct