আর এ মণ্ডল, বিষ্ণুপুর, আপনজন: বুধবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের মড়ার গ্রামে ১নং রোজভ্যালি মাঠে বিপুল জন সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জেলা জমিয়তের প্রকাশ্য সভা। প্রধান অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী এবং রাজ্য জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব,অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে রাজ্য জমিয়ত সম্পাদক মুফতি আঃ সালাম, বেলুড় মঠের স্বামী পরমানন্দজী মহারাজ ,পশ্চিম মেদিনীপুর জেলা জমিয়তের সম্পাদক মুফতি মতিউল্লাহ্ সাহেব, পূর্ব বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক মাওলানা ইমতিয়াজ সহ প্রমুখ বিশিষ্ট জন। সভার শুরুতে বক্তব্য জেলা জমিয়ত সহ সভাপতি মুহাম্মাদ ইউনুস বলেন, এই রাজ্যে জমিয়তের প্রথম সভাপতি ছিলেন ফুরফুরার দাদা হুজুর হজরত মাওলানা আবু বকর (রহ:)। জেলা সহ সম্পাদক নিয়ামত আলি মণ্ডল, আবুতাহের খান বলেন -সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম কিন্তু সতর্ক থাকতে হবে, সোনামুখী ব্লকের জমিয়ত সম্পাদক মাওলানা রেজাউল সাহেব বলেন যে,কওমকে এন আর সি, সি এ এ এর ভয় দেখিয়ে লাভ নাই, আল্লাহ তাঁদের সাথে আছেন । প্রধান অতিথি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তের উজ্জ্বল ঐতিহ্য ও বিশ্বনবীর জীবনাদর্শ তথা ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শ নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন। তিনি ফুরফুরা শরীফের বিষয়ের উপর আলোকপাত করেন। ঈদগাহ, কবরস্থান ও মসজিদ ইত্যাদি ওয়াকফ সম্পত্তির বিষয়ে সচেতনতার কথা বলেন এবং রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানান। সৌহার্দ্য সম্প্রীতির মধ্যেই সবার কল্যাণ সে কথাও জানান। তিনি পরলোকগত জেলা জমিয়ত সম্পাদক হজরত মাওলানা জাকারিয়া কাসেমী (রহঃ) এর কর্মপরিচয়ের কথা তুলে ধরেন। সভার সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি মোজাহারুল ইসলাম সাহেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct