মঞ্জুর মোল্লা, কৃষ্ণনগর, আপনজন: নদীয়া কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ময়দান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ২০২৪ সালে বিজেপি আর ক্ষমতায় আসবে না। নির্বাচন এলে শুধু সিএএ করতে থাকে। আমি ক্ষমতায় থাকতে আমাদের রাজ্যে সিএএ লাগু করতে দেবো না। নদীয়া জেলার দুটি লোকসভা কেন্দ্র একটাতে বিজেপি রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপির এমপি এবং বিধায়করা কি উন্নয়ন করেছে আমরা ওই এলাকাতে উন্নয়ন করেছি তাঁত শিল্প গড়েছি কলেজ করেছি। আমাদের রাজ্যের টাকা যাতে বাইরে না যাই তার জন্য এই রাজ্যে স্কুলের ছেলেমেয়েদের পোশাক তৈরি করছে আমাদের মায়েরা। দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন কোন রকমের গন্ডগোল অশান্তি করা যাবে না। সবাই আমরা নিজেদের লোক। বেশি করে মহিলাদেরকে জায়গা করে দিতে হবে। সেই সঙ্গে তিনি বিজেপিকে বললেন, মতুয়ারা যদি নাগরিক নাই হবে তাহলে তাদের ভোটে আপনি নির্বাচিত হলেন। কিভাবে তারা ভোট দিয়েছে। তাদের স্বাস্থ্য সাথী কার্ড খাদ্য সাথী সকল সুযোগ-সুবিধা তারা পায় তারা এ দেশের নাগরিক। দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন কোন ইগোর লড়াই করা চলবে না সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।মতুয়া তাদের বড় মা যখন বেঁচে ছিল তখন ছিল না আমি চিকিৎসা করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ৩০% ভোটার তালিকা বাদ দিয়ছি বিজেপি ভোটর তালিকায় নাম উঠে নিজেরা সেটা দেখে নেবেন এবং দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন ১৮ বছরের যারা উঠবে যেসব যুবক-যুবতীরা আছে তাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দেয়ার জন্য জানালেন। নির্বাচন আসলে বিজেপি কোটি কোটি টাকা খরচা করে এত টাকা আসে কোথা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে এজেন্সি দেখিয়ে ভয় দেখানো হয় ওরা যে রাজ্যে ক্ষমতা আছে সে রাজ্যের কোন দলের নেতাকর্মীদেরকে ভয় দেখাচ্ছেনা। গায়ের জোরে আমাদের আধিকারিকদের কে ভয় দেখাচ্ছে তাদের ঠিকঠাক কাজ করতে দিচ্ছে না সামনে পঞ্চায়েত নির্বাচন। কয়েকজন ভুল করতে পারে সে নিজেকে শুধরিয়ে নেবে তা বলে সবাই যে দোষী এটা তো নয়। আমি নদিয়ার কৃষ্ণনগর এসেছি নদিূয়ায় রাস মেলা চলছে, নদীয়ার কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো এবং শান্তিপুরে বিধায়ক বজ্রকিশোর গোস্বামীর বাড়িতে যাবেন। তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দিলেন ডেঙ্গু সচেতনতা নিয়ে শহর থেকে গ্রাম বাংলার সমস্ত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কোথাও খোলা নোংরা জল রাখবেন না এখান থেকেই মশা তৈরি হয়ে ডেঙ্গু বৃদ্ধি পাচ্ছে। ১২ তারিখ থেকে ১২ হাজার স্কুল ছাত্র-ছাত্রীদের স্মার্ট ফোন দেওয়া হবে। এ রাজ্যে বিনা পয়সায় রেশন চাল দিচ্ছে স্বাস্থ্য সাথী, খাদ্য, কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে রাজ্যের মানুষ সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যের কোন বিনা পয়সায় রেশন পাচ্ছে কিনা দেখুন তো। নির্বাচনের আগে কৃষ্ণনগরে লোকসভার সাংসদ মহুয়া মৈত্রের নেতৃত্বে একটি কমিটি গঠন করার কথা বলেন। এই দিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান সহ নদিয়া জেলার বিধায়করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct