সুব্রত রায়, শান্তিপুর, আপনজন: শান্তিপুরের রাসের মেলাকে ট্যুরিজম ডেস্টিনেশন ম্যাপে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এই নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রসঙ্গত এই প্রথম মুখ্যমন্ত্রী শান্তিপুরের রাস উৎসবে গিয়েছেন।বুধবার শান্তিপুর থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জেলাশাসককে বলব, রাস মেলাকে ট্যুরিজম ডেস্টিনেশন ম্যাপে আনুন। পর্যটন দফতরের সঙ্গে কথা বলুন। আমাকে পরার শাড়ি দিলেন। ধীরেন বসাক মহাশয়ের কাজের উপহার পেলাম। শান্তির ধামে, মন শান্তি হল। শান্তির আলো জ্বলুক ঘরে ঘরে৷’ প্রায় ৫০০ বছর ধরে চলছে রাস উৎসব, প্রায় ১৫টি প্রজন্ম ধরে এই রাস মেলা চলছে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে এলাম। ও আমার ভাইয়ের মতো। এটা একটা ঐতিহাসিক বাড়ি৷ চিরকালীন প্রাধান্য রয়ে গেছে চৈতন্যদেবের। আমি কৃতজ্ঞ ব্রজদের বাড়িতে এলাম। আমি ইচ্ছা করেই সময় বেছে নিয়েছি। আমি এই প্রথম এলাম, দারুণ অভিজ্ঞতা হল। বিভিন্ন রূপে সকলের পুজো হল। আমি ঘুরে দেখব সবটাই। নদিয়ায় থাকার জায়গা নেই৷ আমি ব্রজকে বলেছি এখানে এসেই থাকব। উল্লেখ্য গত ৮ তারিখ থেকে শুরু হয়েছে নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব। ১০ তারিখে শান্তিপুরে রয়েছে ভাঙা রাস। তার মধ্যেই মুখ্যমন্ত্রী ৩ দিনের নদিয়া জেলা সফরে গিয়েছেন। বুধবার কৃষ্ণনগরে জনসভা সেরে শান্তিপুরে রাস উৎসবে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির সদস্য ও শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, মুখ্যমন্ত্রীকে তিনি রাস উৎসবে আসার জন্য ২০১৬ সাল থেকে আমন্ত্রণ জানিয়ে আসছেন। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে এদিন বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct