আপনজন ডেস্ক: বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের ‘কৃতিত্ব’নিয়ে প্রচারে নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। হিমাচল প্রদেশে নির্বাচনের প্রচারে নেমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ জানান, রামমন্দির নির্মাণের কাজ অর্ধেকেরও বেশি হয়ে গিয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছেল, কেন্দ্রে ক্ষমতায় এলে রামমন্দির নির্মাণ করা হবে। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণের কাজ ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে।কথা রেখে বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণ করার কাজকে নিজেদের ‘বড় কৃতিত্ব’হিসেবেই বার বার তুলে ধরে গেরুয়া বাহিনী। চলতি বছরের ১২ নভেম্বর হিমাচলে নির্বাচন। তার আগে ভোটের প্রচারে রামমন্দিরের প্রসঙ্গ যেভাবে টানলেন যোগি আদিত্যনাথ। রাজনৈতিক দিক থেকে তা আলাদা তাৎপর্য পেয়েছে।হিমাচলের পালমপুরে এক সভায় আদিত্যনাথ বলেন, 'এই জায়গা থেকে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ অর্ধেকের বেশি হয়েছে। ২০২৩ সালের শেষেই এই মহান মন্দির গড়ে উঠবে, যার জন্য ৫০০ বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct