সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার লোকপুর থানার শাল নদী তীরবর্তী খন্নি গ্রামে বিরাজমান হজরত সৈয়দ শাহতাজ ওলির মাজার শরীফ। তার নামানুসারে মাজার শরীফ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে মাদ্রাসা আহলে সুন্নাত শাহ তাজুল উলুম। সোমবার রাতে উক্ত মাদ্রাসার আয়োজনে ইয়াজদাহম পালন করা হয়। এই উপলক্ষে কুরআন তেলাওয়াত, নাত, গজল,মিলাদ মেহেফিল, দোয়া খয়ের ও সিন্নি বিতরণ করা হয়। গওসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির আদর্শ এবং পবিত্র জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোকপাত করেন উপস্থিত বক্তাগন। মানুষ যাহাতে জীবনের চলার গতির দিক বেদিক ঠিক করে চলতে পারে, তারই বার্তা দেওয়া হয় অনুষ্ঠান থেকে বলে জানান মাদ্রাসা পরিচালন কমিটির পক্ষে মৌলানা নাজিমুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন লোকপুর থানা এলাকা সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন গ্রামের পেশ ইমাম ও আলহাজ্ব সহ অন্যান্য আলেম উলেমা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct