সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলা সোনামুখী ব্লকের রাধামোহন পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিত্যানন্দপুর মিনি মার্কেট। আর সেখানেই নাম না জানা এক মানুষের বাস ছিল, কি তার বংশ পরিচয় কি তার ঠিকানা তা হয়তো কারোই জানা নেই। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে সেই বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন তিনি,সেই বাজার থেকে অন্নবস্ত্রের যোগান হতো সেই মহিলার। বাজারের আপামর ব্যবসায়ীরাও মায়ের চোখেই দেখতেন তাকে অপরদিকে মায়ের মতোই পুরো বাজারকে যেন তিনি দীর্ঘ ২৫ বছর ধরে আগলে রেখেছিলেন। আজ তিনি আর নেই দীর্ঘ ২৫ বছরের মায়া ত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন। সারা নিত্যানন্দপুর বাজার জুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে। সবার কাছে এক ডাকে পরিচিত সেই ‘মাসি’ আজ আর নেই। চেনা সুরে সেই ‘মাসি’ ডাক হয়তো আর কেউ ডাকতে পারবে না। নিজের রক্তগত স্বজন না থাকলে কি হবে বাজারের তার ব্যবসায়িক সন্তানরাই তার সৎকার এ ব্রতী হয়েছে। তাদের মধ্যে একজন কেউ সন্তানের ধর্ম পালন করে তার মুখাগ্নিও করলেন।আজ ব্যান্ড পার্টিকে সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে, দামোদর নদীতে শেষ কৃত্য সম্পন্ন হলো তার। চোখের জলে তাঁকে বিদায় জানালো এলাকার সমস্ত জনগণ। এ যেন এক প্রান্তিক গ্রামের অনন্য উপাখ্যানের সাক্ষী থাকলো সোনামুখীর নিত্যানন্দপুর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct