শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জাস ব্যাঙ্গালোর। শুরুর ম্যাচে দুই হেভিওয়েট দল একে অপরের মুখোমুখি হবে। ওই হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনার আঁচে হাত সেঁকে নেওয়ার জন্য বসে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এবারের আইপিএল শুরুর আগে থেকেই টিকিটের চাহিদা তুঙ্গে। কিন্তু সেই টিকিট অনলাইনে বুকিং কীভাবে করবেন, সেটা এবার জেনে নিন। কলকাতা, চেন্নাই, মুম্বই, রাজস্থান ম্যাচের টিকিট বুকিং করতে হলে 'বুকমাইশো ডট কম' -লগ ই্ন করুন। এছাড়া দিল্লির ম্যাচের টিকিট বুকিংয়ের জন্য 'দিল্লিক্যাপিটলস ওয়েবসাইট' থেকে লগ ই্ন করুন। কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের টিকিটের জন্য 'ইনসাইডার ডট ইন-এ লগ ইন করতে হবে। রয়াল চ্যালেঞ্জাস ব্যাঙ্গালোর ম্যাচের টিকিট পেতে হলে 'আরসিবি ওয়েবসাইট'-এ যেতে হবে। সবশেষ সানরাইজাস হায়দরাবাদের টিকিট বুকিং করতে হলে 'ইভেন্ট নাও'-লগ ইন করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct