সুব্রত রায়, কলকাতা, আপনজন: সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পারে পশ্চিমবঙ্গ সরকার, এমনটাই খবর সূত্রের। আগামী ১৮ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনেই সিএএ’এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।সূত্রের খবর, কেন্দ্রের বিজেপি শাসিত সরকার আগামী ডিসেম্বর মাসেই দেশ জুড়ে কার্যকর করতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন। আর সেই বিষয়টি মাথায় রেখে ডিসেম্বর মাসে রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল। বিধানসভায় এই প্রস্তাব আনা হলে তুমুল বিরোধিতা করতে পারে বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রসঙ্গত ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ আইন এনেছে কেন্দ্র সরকার। ওই তিন দেশ বা অন্য কোনও দেশ থেকে আসা মুসলিম-সহ অন্য কোনও বিদেশি শরণার্থীদের জন্য সিএএ লাগু হবে না। এমনকি এই তিন দেশ থেকে আসা উদ্বাস্তু মুসলিম ধর্মাবলম্বীদের জন্যও সিএএ লাগু হবে না। আর এই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি বিরোধী দলগুলি। সিএএ আইন ভারতের সংবিধানের মূল স্তম্ভ ধর্মনিরপেক্ষতার নীতিকে লঙ্ঘন করেছে বলেদাবি বিরোধীদের। এই আইন বাংলায় কার্যকর করতে দেওয়া হবে না বলে আগেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভায় এই আইনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হলে তা তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct