সুব্রত রায়, কলকাতা, আপনজন: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের জীবন ও রাজনৈতিক লড়াই নিয়ে হবে এই ছবি। ইতিমধ্যে ছবি নির্মাণের প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবারের সাংসদকে নিয়ে যে স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করা হচ্ছে, গোটা ছবিটি পরিচালনা করছেন প্রান্তিক চক্রবর্তী। জোড়াফুল শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যার জনপ্রিয়তা সবচেয়ে বেশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক লড়াইয়ের ঝলক থাকবে।
দীর্ঘ ৩৪ বছরের সিপিআইএম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সাল রাজ্যে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতার পালাবদলের পর সে বছরই রাজনীতির ময়দানে ‘অভিষেক’ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের যুবশাখার নেতা হিসেবে রাজনৈতির যাত্রা শুরু করেন তৃণমূল কংগ্রেসের বর্তমান সেকেন্ড ইন কম্যান্ড। সেই সময় ‘তৃণমূল যুবা’ নামে একটি যুব শাখা তৈরি হয়। তার প্রধান হিসেবে দায়িত্ব নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৯৮৭ সালের ৭ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা। ছেলেবেলায় পড়াশোনা প্রথমে নব নালন্দা হাইস্কুলে। পরে কলকাতার এম পি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হন তিনি। সেখান থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হন। এরপর ২০০৯ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে এমবিএ পাশ করেন অভিষেক। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কলকাতায় ফিরিয়ে আনেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct