সুব্রত রায়, কলকাতা, আপনজন: এবার গরু পাচার কাণ্ডে একে একে মোট ৩৭ জন বিডিওর জিজ্ঞাসাবাদ এর জন্য ডাক পরল। এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে ইতিমধ্যে মোট ৩৭ জন ব্লক আধিকারিকদের নামে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ইডির পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ সিংহ রায় ওরফে রানা সিংহ রায়কে নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী রানা সিংহ রায় অনুব্রত মণ্ডলের খুব ঘনিষ্ঠ ছিলেন। গরু পাচার কান্ডের তদন্তে নেমে ইডি বেআইনি টাকার লেনদেন কিভাবে হয়েছে তার যোগ সূত্র খুঁজে পেতেই বীরভূম জেলার বিভিন্ন ব্লকে এবং আরো বেশ কিছু জেলার দায়িত্বে থাকা বিডিওদের এবার একের পর এক জেরার সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় রয়েছেন মোট ৩৭ জন ব্লক আধিকারিক। আর তাদের সঙ্গে রয়েছেন বীরভূম জেলার লাভপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রানা সিংহ রায়। এদের প্রত্যেককে অতি দ্রুত ইডি দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে গরু পাচারকান্ডের তথ্য অনুসন্ধানে বিডি আধিকারিকদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে। লিখিতভাবে নোটিশ পাঠানোর পাশাপাশি এদের ইমেইলেও ইডি দপ্তর থেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নোটিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে বেআইনি টাকার লেনদেনের অনুসন্ধানে উঠে এসেছে লটারির টিকিট যোগ।আর সেখান থেকেই জানা গিয়েছে, একবার নয় একাধিকবার লটারি টিকিটের পুরস্কারের টাকা অনুব্রত মণ্ডল ও তার মেয়ে এবং ওই পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। কালো টাকাকে সাদা করা হয়েছে এই লটারির টিকিটের মাধ্যমে এবং এতে বেশ কিছু পুলিশ আধিকারিক ও অফিসাররা রয়েছেন বলে ইডি দফতর জানতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct