সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পরিচালনায় সোমবার বীরভূম জেলার পাথরচাপড়ি আল আমিন মিশনের ছাত্রীদের নিয়ে স্থানীয় মিশন সভাকক্ষে অনুষ্ঠিত হয় আইনি সচেনতা শিবির।শিবিরে প্রায় চার শতাধিক ছাত্রী অংশ গ্রহণ করে।শিবিরের আলোচ্যসূচি হিসেবে- বাল্যবিবাহ, ট্রাফিকিং, শিশুশ্রম, নারী নির্যাতন, পণপ্রথা, সাইবার ক্রাইম,বিনামূল্যে আইনি পরিষেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।আলোচনা শেষে আইনি সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব এবং বিচারপতি মহম্মদ রুকনুদ্দিন মোল্লা,পিএলভি মহম্মদ রফিক,পাথরচাপড়ী আল আমীন মিশনের সুপার মুস্তাফা বিশ্বাস, মিশনের প্রধান শিক্ষক মুসলেম মোল্লা প্রমুখ। উল্লেখ্য ডিএল এস এ র সচিব এবং বিচারপতি দেবজ্যোতি মুখোপাধ্যায় অন্য জেলায় যোগদান করেন।সেই হিসেবে গত শুক্রবার জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির দায়িত্বভার গ্রহণ করেন মহম্মদ রুকনুদ্দিন মোল্লা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct