নকিব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার, আপনজন: আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল সুন্দরবনের বিশিষ্ট প্রত্নতত্ত্ব গবেষক দেবীশংকর মিদ্যার লেখা ‘জটার দেউল: লোককথা ও প্রত্নতত্ত্ব’ বইটি। এটি প্রকাশিত হয়েছে প্যারালাল নামে একটি প্রকাশনা সংস্থা থেকে। এই বইতে উঠে এসেছে কয়েক হাজার বছরের প্রাচীন জটার দেউল ও মাটির তলায় চাপা পড়ে থাকা আস্ত নগরীর কথা। ডায়মন্ড হারবার বেশ কর্নারে বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ভূতপূর্ব অধ্যাপক ড. রূপেন্দ্রকুমার চট্টোপাধ্যায় ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ, এসডিপিও মিতুন কুমার দে, ও একাধিক কবি সাহিত্যিক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct