অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: নিখোঁজ শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া পাঁচজন অভিযুক্তের ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল আদালত। অন্যদিকে, নাবালক শিশুটি’র মৃতদেহ ময়না তদন্তের জন্য এদিন বালুরঘাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। উল্লেখ্য, রবিবার বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের এ কে গোপালন কলোনী এলাকায় দীপ হালদার (৮) নামে এক নাবালক শিশুর বস্তাবন্দী দেহ উদ্ধার হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত মানস সিং সহ পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ মানস, তার বাবা রবিন সিং, মা দুলো সিং ও বোন মানসি সিং কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার সকাল থেকে চাপা উত্তেজনার পাশাপাশি থমথমে পরিবেশ গোটা এলাকা জুড়ে। নতুন করে যাতে কোন উত্তেজনা না তৈরি হয় এলাকায় ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে অভিযুক্তদের সোমবার বালুরঘাট থানার পুলিশ জেলা আদালতে পেশ করেছে। স্থানীয়দের অভিযোগ, দীপকে ঘুড়ি দেওয়ার লোভ দেখিয়ে পাচার করার উদ্দেশ্যে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। মূলত পাচার করার জন্যই তাকে নিয়ে যাওয়া হয়েছিল।
এদিকে অভিযুক্ত মানস সিং এর বাড়িতে এদিন ভাঙচুর চালান উত্তেজিত জনতা। সেখান থেকে উদ্ধার হয় একাধিক মদের বোতল। এলাকার কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ জানান,পরিস্থিতির অত্যন্ত মর্মান্তিক। আমাদের আদরের একটি ছেলে ছিল দীপ। এটা বালুরঘাটের কালো দিন বলে আমরা মনে করছি। শিশু অপরনের একটি রেকেট রয়েছে। অনেকদিন ধরেই তারা চেষ্টা করছিল। আমরা চাইবো যাতে করে সেই র্যাকেট টা কে ধরা যায় ।এই ধরনের ঘটনা যাতে আর কোনদিন না ঘটে।এ বিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দিয়ে জানান,ঘুড়ি ওড়ানো নিয়ে বচসার জেরেই নাবালককে খুন করা হয় বলে জানা গিয়েছে। মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। ধৃতদের আজ ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছিল। আদালতে তরফে দশ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ও ২০১ ধারায় মামলার অজু করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct