নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টে বিভিন্ন জায়গায় চাকরিপ্রার্থীদের ধর্না, অবস্থান নিয়ে এবার জনস্বার্থ মামলা হল। সোমবার আইনজীবী রামপ্রসাদ সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে মামলাটি দায়ের করেছেন।দাখিল পিটিশনে মামলাকারী জানিয়েছেন, -' কখনও গান্ধীমূর্তি, কখনও ক্যামাক স্ট্রিট, কখনও রেড রোড ধর্না চলছে'। মামলায় অভিযোগ তোলা হয়েছে যে, -' কলকাতাকে আন্দোলনের ক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছে। যা হতে দেওয়া যেতে পারে না। শহরের বিভিন্ন প্রান্তে বারবার চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। তারা যদি মেধাবী হন, যোগ্য প্রার্থী হন, তাহলে কেন আদালতে আসছেন না'? তোলা হয়েছে এই প্রশ্ন এবং এই নিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। আইনজীবী রামপ্রসাদ সরকারের দাবি, -' মেয়ো রোড, কালীঘাট, বিকাশ ভবন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বারবার চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। এই ধর্না এইভাবে চলতে দেওয়া যায় না। ৬০০ দিন ধরে ধর্না চলছে, পর্ষদের অফিসের সামনে কখনো বা রানী রাসমণি রোডে। এইভাবে একের পর এক ধর্না আর চলতে দেওয়া যায় না'। এ বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। মামলাকারীর দাবি , -' তারা যদি সকলে যোগ্য হয় তাহলে আদালতে এসে নিজেদের নথি দেখিয়ে প্রমাণ করুক। এইভাবে জায়গায় জায়গায় অবস্থান করে, বিক্ষোভ দেখিয়ে কখনই চাকরি পাওয়া যায় না। আর মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ। যিনি ওই পদে আছেন তাঁর দায়িত্ব চাকরি দেওয়া নয়'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct