নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম, আপনজন: ফের পুলিশের মানবিক মুখ দেখল জঙ্গলমহলবাসি। ৪ দিন ধরে নিখোজ ব্যক্তিকে খুঁজে পেয়ে তাকে তার পরিবারের হাতে তুলে দিল এবং চিকিৎসার ব্যবস্থা করল ঝাড়গ্রাম থানা । পুলিশ সূত্রে খবর, ঝাড়গ্রামের কলাবনির জঙ্গল থেকে সোমবার সকালে এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ । এরপর নিখোঁজ থাকা তথ্যের ভিত্তিতে জামবনি থানা সঙ্গে যোগাযোগ করে ঝাড়গ্রাম থানার পুলিশ ওই ব্যক্তিকে পরিবারে হাতে তুলে দিলেন। পুলিশ সূত্রে খবর, জামবনি থানার অন্তর্গত গিধনীর খেঁড়ে জোড়া গ্রামে থেকে গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন মানস দাস। জামবনি থানায় নিখোজের অভিযোগ দায়ের করেছিল তার পরিবার। অভিযোগ পেয়েই পুলিশের তরফে সমস্ত থানায় তার ছবি ও নাম পৌছে যেতেই শুরু হয় খোঁজাখুঁজি। সোমবার সকাল ৮ টা নাগাদ ঝাড়গ্রাম থানার পুলিশ ঝাড়গ্রামের বৈরার জঙ্গল থেকে এক ব্যক্তিকে মাটিতে শুয়ে থাকা অবস্থায় উদ্ধার করেন। এরপর জামবনী থানা থেকে পাঠানোর তথ্য যাচাই করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঝাড়গ্রাম থানার অফিসাররা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। মানস দাসকে চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করে প্রশাসন । খবর পেয়ে ছুটে আসে পরিবার।ঝাড়গ্রাম থানার এই মানবিক মুখকে সাধুবাদ জানিয়েছেন তার পরিবার। দুষ্টের দমন এবং সৃষ্টির পালনে পুলিশ প্রশাসনের নিরলস পরিশ্রম যথেষ্ট প্রশংসনীয় । কিন্তু মাঝেমধ্যে অভিযোগ গ্রহণ না করা, সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত না বাড়িয়ে দেওয়ার অভিযোগ ,প্রায় হয়ে ওঠে পুলিশের বিরুদ্ধে। তবে সোমবার সকালে জঙ্গলমহলের ঝাড়গ্রাম থানার পুলিশ ,ফের প্রমাণ করলো, এখনো পুলিশের মানবিক মুখ হারিয়ে যায়নি। নিজের শশুরকে খুঁজে পেয়ে মানস দাসের জামাই প্রশান্ত দাস জঙ্গলমহলের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct