আপনজন ডেস্ক: ইউক্রেনের ওপর হামলা চালানোর জন্য রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছে ইরান। এদিন এটা পরিস্কার করে জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি ইরানের বিরুদ্ধে তিনি ‘সন্ত্রাসবাদী সহযোগিতারও' অভিযোগ এনেছেন। ইরান অবশ্য প্রথমবারের মতো স্বীকার করেছে যে, তারা রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। তবে ইরানের দাবি, এসব ড্রোন ইউক্রেন যুদ্ধের কয়েক মাস আগে রাশিয়াকে দেওয়া হয়েছে। আর এরপরই ইরান ‘মিথ্যা কথা' বলছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমা দেশগুলোর বিশ্বাস, ইউক্রেনের মূল অবকাঠামোগত স্থাপনাগুলোতে হামলার জন্য ইরানের তৈরি ‘কামিকাজে' ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। তবে ইরান এবং রাশিয়া উভয় দেশই আগে এটি অস্বীকার করেছিল। বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ব্যাপক হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অংশে ব্ল্যাকআউট হয়েছে। আর এরপর থেকেই পশ্চিমা কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার এবং রাশিয়ান ড্রোন পাইলটদের প্রশিক্ষণের জন্য স্থলভাগে লোক সরবরাহ করার অভিযোগ করেছেন। রাশিয়াকে অস্ত্র সরবরাহের কথা তেহরান আগে অস্বীকার করলেও সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী জানান, রাশিয়াকে অল্প সংখ্যক ড্রোন সরবরাহ করেছে ইরান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct