গৌরাঙ্গ সরখেল, কলকাতা, আপনজন: বিজ্ঞান বিষয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে রবিবার সারাদিনব্যাপী কলকাতার নিউটাউনে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ কর্মশালা। দক্ষিণ বঙ্গের সরকারি এবং বেসরকারি স্কুলের ৪৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নিয়েছিলেন এই কর্মশালায়। বিজ্ঞানের ক্লাস কত মজা করে করা যায় তা দেখিয়ে হাতে-কলমে কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট বিজ্ঞানী বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম-এর প্রাক্তন ডিরেক্টর সমর বাগচী এবং বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক বি এন দাস। এই পর্বে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের অষ্টম নবম দশমের ছাত্র-ছাত্রীরা। বায়ুর পরিচালন, বায়ুর চাপ, থার্মোমিটারের নীতি, তরলের প্রসারণ ইত্যাদি নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা সরাসরি ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে করিয়ে দেখান তাঁরা। হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ-এর প্রধান শিক্ষক ড.পার্থসারথি দাস, মশাট এ এম হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এই কর্মশালার বিশেষ অতিথি। কর্মশালা সূচনা করেন বিশিষ্ট শিক্ষা আধিকারিক ও সুলেখক মেচবাহার শেখ, সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত আইএস জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান শেখ নুরুল হক। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে এমন কর্মশালা রাজ্যের বিভিন্ন প্রান্তে সারা বছর ধরে চলবে বলে জানান স্যান্ডফোর্ড ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন মন্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct