রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: দেবিদাসপুর নতুন গ্ৰাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হল দোয়ার মজলিস ও মক্তবের বাৎসরিক অনুষ্ঠান। এদিন মক্তবে সাতজন ছাত্র ছাত্রী পবিত্র কুরআন শরীফ পড়া শুরু করে। মুকুন্দপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আহমাদ আলী বলেন পবিত্র কুরআন অধ্যয়ন করা, কুরআন জানা ও বোঝার চেষ্টা করা পৃথিবীর সকল কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ। কারণ এ কুরআনের মধ্যে রয়েছে মানুষের জীবন পরিচালনা পদ্ধতি, হিদায়াতের সঠিক পথ। বহরমপুর পশ্চিম ব্লক ইমাম মুয়াজ্জিন সংগঠনের সেক্রেটারি তথা বাগমারা পশ্চিমপাড়া নূরানী মসজিদের ইমাম হাফেজ জাকির বলেন, সকল শ্রেণীর মানুষের স্বার্থে পবিত্র কুরআন শরীফ শিক্ষার জন্য মসজিদে মসজিদে এলাকার ইমামরা মক্তবের মেহনত শুরু করেছে। ,সভায় বক্তব্য রাখেন জেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বেলডাঙা সরুলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মিরাজুল ইসলাম, লালগোলা সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা সামসুজ্জোহা, মাদ্রাসা ইসলামিয়ার প্রধান শিক্ষক মাওলানা আহমাদ আলী, শাহাজাদপুর মাদ্রাসার শিক্ষক মুফতি ইসরাফিল সেখ, মসজিদের ইমাম হাফেজ নাসিরউদ্দিন, মাওলানা শরিফ সেখ, দরগাপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আকাবর সেখ, গোধনপাড়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল হান্নান, মাওলানা আরমান আলী। বক্তারা পবিত্র কুরআন শরীফ শিক্ষার গুরুত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জেনারেল শিক্ষা গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন হাফেজ আব্দূর রাকিব, মাওলানা ওদিদুল, হাফেজ সাদ্দাম, মাওলানা আসাদুল, ক্বারী হেলাল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct