মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়া জেলার তেহট্ট পাচারের আগে ১২৮ টি তোতা পাখি উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে তেহট্টের বেতাই ভারত বাংলাদেশ সীমান্তে।জানা গিয়েছে এদিন ভোরে ওই পাখিগুলি বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল পাচারকারীরা।সেই সময় ওই এলাকায় ডিউটিতে থাকা ৮৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের বিষয়টি নজরে আসে।বিষয়টি দেখতে পেলে তাদের ধাওয়া করলে অন্ধকার ও ঘন জঙ্গলের সাহায্য নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।তবে সেখান থেকে উদ্ধার হয় ১২৮ টি তোতা পাখি। সেগুলি বনদপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে।অন্যদিকে ভীমপুর থানার রাঙ্গিয়ারপোতা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ৯৩ টি লাভবার্ড পাখি আটক করে সীমান্ত রক্ষী বাহিনী ডিউটি করার সময় পাচারকারীরা পাখিগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সীমান্তরক্ষী বাহিনীদেরকে দেখে পাচারকারীরা পাখিগুলি ফেলে দিয়ে পালিয়ে যায়। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে উদ্ধার হওয়া পাখিগুলি বনবিভাগের কাছে হস্তান্তর করে সীমান্তরক্ষী বাহিনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct