সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: সামনে পঞ্চায়েত নির্বাচন আর তার আগে সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছেন বিভিন্ন জনসভা করতে। রবিবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকল মহকুমার রাণীনগর ১ ব্লকের ইসলামপুরের স্কুল মাঠে অনুষ্ঠিত হলো সারা ভারত খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে জনসভা। এদিনের এই জনসভায় ইসলামপুর নেতাজি পার্ক মোড় থেকে কর্মী সমর্থকরা মিছিল করে জমায়েত করেন স্কুল মাঠে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একাধিক ভাষায় রাজ্য ও কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন এরা সাধারণ মানুষের কাজ করার জন্য নয়, তারা নিজেদের আখের গোছানোর জন্যই রাজনীতি করছেন তারা। রাজ্যের ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক তিনি জানান কৃষকের খেটো দিয়েই আমরা দুর্নীতি মুক্ত করবো এই বাংলার , সেটা শুধু কৃষি কাজে নয় এবার বাংলা দুর্নীতিমুক্ত করার কাজে লাগাবে কৃষকেরা। তবে এদিন শুভেন্দু অধিকারীকেও একাধিক ভাষায় আক্রমণ করেন মোহাম্মদ সেলিম তৃণমূলের পতাকা নিয়ে বলেছিলেন লাল ঝান্ডা মুছে দিবেন। সেই তৃণমূলের ঝান্ডাদিয়ে তিনি নরেন্দ্র মোদির ছবি মুছতেই ব্যস্ত বলে আক্রমণ করলেন। বিজেপি ও তৃণমূল ধর্মের রাজনীতিতে ব্যস্ত। কখনো মসজিদ কখনো তাজমহল সহ বিভিন্ন জায়গার তলে ধর্ম খুঁজে বেড়াচ্ছেন বিজেপি। রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি নেই,শিল্প নেই, একশ দিনের কাজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে দুই সরকার মিলে।পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের ডাক দিলেন রাজ্য নেতৃত্ব। রাজনৈতিক মহলের দাবী পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের অক্সিজেন জোগাতে জনসভা করছেন বিভিন্ন রাজনৈতিক দল। জনসভায় বাম কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল এদিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct