মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কলসুর অ্যাথলেটিক ক্লাব ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে গত ১৭ অক্টোবর শুরু হয়েছিল অনূর্ধ্ব ১৩ বছরের ১২ দলের লীগ কাম নকআউট ক্রিকেট প্রতিযোগিতা।এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার। টি ২০ ফরম্যাটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে মধ্যমগ্রাম পল্লীশ্রী ক্রিকেট অ্যাকাডেমি ১৭ রানে শিল্পশ্রী ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে ফাইনালে পৌঁছায়। অন্য সেমিফাইনালে বনগাঁ নিত্যদাস ক্রিকেট অ্যাকাডেমি ২৫ রানে সবুজ সংঘ ক্রিয়েটিভ ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে ফাইনালে পৌঁছায়।রবিবার ফাইনালে বনগাঁ নিত্যদাস ক্রিকেট অ্যাকাডেমি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১০ উইকেটে ১৫৮ রান করে।এর জবাবে মধ্যমগ্রাম পল্লীশ্রী ক্রিকেট অ্যাকাডেমি ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে। ২৯ রানে নিত্যদাস অ্যাকাডেমি জয়ী হয়।প্রতিযোগিতার সেরা ব্যাটসম্যান, সেরা ফিল্ডার, সেরা উইকেটকিপার এবং সেরা বোলার নির্বাচিত হয়েছে যথাক্রমে তিয়াস দাস,অর্পণ হালদার, গুরণেশ জৈন,এবং প্রদ্যুৎ যাদব।ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে নিত্যদাস ক্রিকেট অ্যাকাডেমির দিতিরাজ নাথ।ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছে নিত্যদাস ক্রিকেট অ্যাকাডেমির অনীক রায়।চ্যাম্পিয়ন এবং রানার্স উভয় দলকেই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ট্রফি।এই প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অসিত মন্ডল, ক্লাব সভাপতি গফফার আলি মোল্লা, ক্লাব সম্পাদক কৌশিক সরকার,সি এ বি-র আম্পায়ার রতন চক্রবর্তী,অভ্র দত্ত,আজিজুল হক,অলোক মন্ডল, খুরশিদ তরফদার প্রমুখ।ক্লাব সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মফিদুল হক সাহাজি আগামী ছ’মাসের মধ্যে মাঠের পাশে একটি হাই মাস্ট লাইট বসানোর প্রতিশ্রুতি দেন।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি অনূর্ধ্ব ১৫ বছর এবং মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct