কুতুব উদ্দিন মোল্লা, সুন্দরবন, আপনজন: সুন্দরবন উপকুল থানার অন্তর্গত লাক্সবাগান এলাকায়।পুলিশের জালে ধরা পড়লো এক ভুয়ো চিকিৎসক। ঘটনাটি ঘটেছে শনিবার সুন্দরবন উপকুল থানার অন্তর্গত লাক্সবাগান এলাকায়।ধৃতের নাম সোমনাথ ভট্টাচার্য। ধৃতের বাড়ি হাওড়ার উলুবেড়িয়া থানার অন্তর্গত বলরামপোতা এলাকায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত শনিবার সুন্দরবন কোষ্টাল থানার অন্তর্গত সাতজেলিয়ার বাড়ির বাসিন্দা কমল মিস্ত্রি একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে, সোমনাথ ভট্টাচার্য নামে এক ব্যক্তিএমবিবিএস ও এম.এস ডিগ্রি মিথ্যা পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। তদন্তে নামে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশশনিবার লাক্সবাগান এলাকা থেকে সোমনাথ ভট্টাচার্য নামে ওই ভূয়ো চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস জানিয়েছে ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা এক ভূয়ো চিকিৎসক কে গ্রেফতার করেছি।ডিগ্রী সম্পর্কে সত্যতার কোন প্রমাণ দেখাতে পারেননি ওই ভূয়ো চিকিৎসক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct