সুব্রত রায়, কলকাতা, আপনজন: বাংলায় ক্রিকেট খেলতে এসে হানিট্রাপের শিকার দিল্লির ক্রিকেটার। ক্রিকেটারের ঘনিষ্ট মুহূর্তের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর,দিল্লির ক্রিকেটারের ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত তিনজনকে রবিবার বারাসাত আদালতে তোলা হয়। ধৃতদের নাম শুভঙ্কর বিশ্বাস, রিশব চন্দ্র, শিবা সিংহ। তাদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছে বাগুইআটি থানার পুলিশ ও বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ২ তারিখ গভীর রাতে দিল্লির বাসিন্দা ক্রিকেটার ভৈভব কাণ্ডপাল বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে বলে যে সে দিল্লির হয়ে ক্রিকেট খেলতে গত অক্টোবর মাসের ২৯ তারিখ রাজ্যে এসে সল্টলেকের একটি অভিজাত হোটেলে ওঠেন। এরপর সে চলতি মাসের ১ তারিখ বাগুইআটির ৪৪ নং বাসস্ট্যান্ডে আসলে তাকে চার জন যুবক একটি জায়গায় নিয়ে যায় এবং তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তার কাছ থেকে অনলাইনে ষাট হাজার টাকা সহ তার সঙ্গে থাকা দামি মোবাইল ফোন ও চেন ছিনতাই করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে আরও খবর, ওই ক্রিকেটারকে ধৃতরা একটি ডেটিং সাইটের মাধ্যমে বেশ কয়েকজন যুবতীর ছবি দেখিয়ে তারমধ্যে একজন যুবতীর সাথে সময় কাটানোর নাম করে বাগুইআটি ৪৪ নং বাসস্ট্যান্ডে নিয়ে আসে। এরপরে ওই ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাগুইআটি জগৎপুরে নিয়ে আসা হয়। এরপরে তার ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার নাম করে তার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ধৃতরা। এই ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি ও সংলগ্ন অঞ্চল থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হয়। শুধু ক্রিকেটার নয় এরা অনেক এইভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রে যেসব মহিলা এবং অন্যান্য ব্যক্তিরা যুক্ত আছে তাদের সন্ধানে পুলিশ অভিযান শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct