সুব্রত রায়, আলিপুরদুয়ার, আপনজন: দুয়ারে সরকারের পরিষেবা কি সাধারণ মানুষ পেয়েছেন? প্রশ্নের উত্তর খুঁজতে সাইকেলে চেপে বাড়িতে হাজির আলিপুরদুয়ারের এসডিও বিপ্লব সরকার এবং বিডিও সঞ্জয় প্রধান। সাইকেলে চেপে প্রশাসনিক আধিকারিকদের আসতে দেখে রীতিমত বিস্মিত স্থানীয় বাসিন্দারা।চলতি বছরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রতি জেলাতে দুয়ারে সরকার শিবির খোলা হয়েছে। যেখানে সাধারণ মানুষ ওই শিবিরগুলিতে গিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পে নাম নতিভুক্ত করাতে পারবেন। ফলত এলাকার লোকেরা ওই শিবিরগুলোয় যাচ্ছন কি না, পরিষেবা পাচ্ছেন কি না সে বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখতে সাইকেলে চেপে সোজা গ্রামে পৌঁছে যান মহকুমা শাসক ও ব্লক উন্নয়ন আধিকারিক। সম্পূর্ণ বিষয়টি সরজমিনে খতিয়ে দেখার পর যারা সরকারি প্রকল্পের সুবিধা পাননি তাদেরকে আবেদন করার জন্য আবেদনপত্র দেওয়া হয়েছে। এছারা সেই আবেদনপত্র গুলি দু-একদিনের মধ্যেই প্রশাসনিক আধিকারিকরা এসে জমা নিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে যাতে সহজে মেশা যায় এবং তাঁদের অভাব অভিযোগ জানাতে কোনওরকম কুন্ঠাবোধ না করেন সেই কারণে সাইকেলে চেপে গ্রামে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা।
আলিপুরদুয়ারের এসডিও বিপ্লব সরকার বলেন, ‘জেলার প্রত্যন্ত এলাকাতেও দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই এলাকার লোক ওই শিবির গুলোয় যাচ্ছেন কিনা, পরিষেবা পাচ্ছে কিনা, সেই খোঁজ নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।’ এলাকার এক বাসিন্দা জানান, এতদিন গ্রামের সদস্য, প্রধান, উপপ্রধানদের গ্রামে আসতে দেখেছি। সরকারি প্রকল্পের কথা তাদের থেকেই শুনেছি। কিন্তু খোদ এসডিও, বিডিও সাহেবরা বাড়িতে আসছেন সরকারি প্রকল্পের কথা বলতে যা আমরা এখন বিশ্বাস করতে পারছি না। তবে প্রশাসনিক কর্তাদের এই উদ্যোগে আমরা খুব খুশি হয়েছি। এভাবেই যেন অনারা আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct