রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: সামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শিকদারপুর এলাকা পরিদর্শন করেন তিনি। ভাঙন নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র আক্রমন করেন অধীর রঞ্জন চৌধুরী। এসময় কংগ্রেসের ব্লক সভাপতি ইমাম হোসেন সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, মাস দুয়েক থেকে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ, মহেশটোলা, ঘনেশ্যামপুর, শিকদারপুর, সাতঘড়িয়া সহ বিস্তৃত এলাকায় ভয়াবহ ভাঙন চলছে। ভাঙনের জেরে গঙ্গায় তলিয়ে গিয়েছে বেশকিছু বাড়ি ঘর। কৃষিজমি থেকে শুরু করে হাজার হাজার গাছপালা গঙ্গা গর্ভে। আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন কয়েক শতাধিক পরিবার। সেই ভাঙন এলাকায় পরিদর্শন করলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শিকদারপুর গঙ্গা ঘাটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তারপরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভাঙন নিরসনে রাজ্য ও কেন্দ্র সরকারের দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, ভয়ংকর ভাঙন সমস্যা। গঙ্গা ভাঙন রোধ করতে হলে রাজ্য ও কেন্দ্র সরকারকে যৌথভাবে পরিকল্পনা করতে হবে। কিন্তু বর্তমানে যারা দায়িত্বে আছে তারা কাটমানিতে ব্যস্ত। চুরিতে ব্যস্ত। রাজ্য সরকারের কোনো মাথা ব্যাথা নেই। ভাঙন নিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে টাকা চাইছে না বলেও অভিযোগ করেন অধীর চৌধুরী। ভাঙন এলাকা পরিদর্শন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct