শরণার্থী শিবির
কেতকী মির্জা
বিছানার ভাঁজে ভাঁজে তোমার
শরীরের উন্মাদ গন্ধ মেখে শুয়ে থাকা সব ঘুম নিয়ে
আমি চলে যাব শেষ নিদ্রায়।
আমার না-শেষ হওয়া গল্পগুলোর কিনারায়
অপ্রস্ফুটিত চরিত্রের মত শুধু ফুটে থাকবে চাঁদের আলো।
হিম আলো - নির্মেঘ আকাশ - নীরক্ত ভালোবাসার আভাস
আমার যেসব পথ-চলায় ছিল সময় পেরিয়ে যাওয়া অনায়াস
শীতলপাটি হয়ে ছুঁয়ে থাকবে তোমায়, যদিও আমার গল্পগুলো
ভাঙা হাট, শরণার্থী শিবিরের মত ভীষণ অগোছালো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct