মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: রাজ্যের মাদ্রাসাগুলি আধুনিক শিক্ষার জোর দিচ্ছে। ৩০ শে অক্টোবর বিভিন্ন বিষয় নিয়ে সারা দেশের মাদ্রাসাগুলির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি মাদ্রাসাগুলি যোগ দিয়েছিল দারুল উলুম দেওবন্দের বিশেষ অধিবেশনে। সেখানে স্থির হয় বিভিন্ন বেসরকারি মাদ্রাসায় হাফেজ, মাওলানা ,কারী ,মুফতি ডিগ্রী অর্জন করবে ঠিক তেমনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রী করারও প্রয়াস থাকবে। কমসেকম সমস্ত ছাত্রকে মাধ্যমিক পাস করতেই হবে। দেওবান্দ থেকে ঘুরে এসে সমস্ত মাদ্রাসার প্রতিনিধিরা শুরু করে দিয়েছেন আধুনিক শিক্ষার প্রস্তুতি । বর্ধমানের বেশিরভাগ মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা। অনেক মাদ্রাসায় কম্পিউটার, বিজ্ঞান, অংক ,ইংরেজি ও শিক্ষা দেয়া হয়। এবার আরো জোর কদমে আধুনিক শিক্ষার দিকে নজর দিচ্ছে এই মাদ্রাসাগুলি।
সেহারাবাজার মাদ্রাসা দারুল উলুমের হেড মুফতি জাকির হোসেন দেওবন্দের এই অধিবেশনে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, দেশের মাদ্রাসা লাইনের বরেণ্য আলেমরা আমাদেরকে দিকনির্দশনা দেন। ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা ও জরুরি। বিভিন্ন বেসরকারি মাদ্রাসার কাগজপত্র ঠিক রাখা গ্রামে গ্রামে মক্তব গড়ে তুলে শিক্ষার ব্যবস্থা করা। প্রতিটি বাড়ির ছেলেদের আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলা। ধর্মীয় আধুনিক শিক্ষার মেলবন্ধনে একটি উন্নত জাতি গঠন হবে বলেই বিশেষজ্ঞদের অনুমান। পূর্ব বর্ধমানের বিভিন্ন মাদ্রাসায় অনেক হাফেজ তৈরি হয় যারা মেধার দিক দিয়ে অনেক উন্নত হয়। অসাধারণ মুখস্ত বিদ্যার কারণে তারা যে কোন পরীক্ষায় সাফল্য লাভ করে। কুরঅান যারা মুখস্ত রাখতে পারে অন্য যে কোন বই মুখস্ত রাখতে তাদের সময় লাগবে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে হাফেজ ছেলেরা প্রথম শ্রেণীর প্রথম স্থান অর্জন করেছে। বর্তমানে অনেক হাফেজ ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। এই হাফেজ ছেলেদেরকে ঠিকমতো ব্যবহার করতে পারলে মুসলিম সমাজ অনেক এগিয়ে যাবে মুসলিম বুদ্ধিজীবী মহল এই বিষয়ে একমত ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct