মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়া প্রাক্তন সিপিআইএমের শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণাল ঘোষ উপর আক্রমণ ও সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শুক্রবার নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা ঘোষপাড়া পূজা মন্ডপের সামনে।মৃণাল বাবুর অভিযোগ বুইচা ঘোষপাড়া জগধাত্রী পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে ছিলেন ছেলের অপেক্ষায়,ছেলে পেশায় আইনজীবী।ছেলে বাইক নিয়ে এসে দাঁড়াতেই আচমকা বেশ কয়েক জন দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করেন। এরপরেই দুষ্কৃতীরা তাদের মারধর করে সেখান থেকে পালিয়ে যায় এর পরেই ওই এলাকায় আরেক সিপিআইএম কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ উদ্ধার করে মৃণাল বাবুকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।মৃণাল বাবু শরীরে পাঁচটি সেলাই পড়ে বলে জানান। অপরদিকে ওই সিপিএম কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, সামনে পঞ্চায়েত নি নির্বাচনে যেন আমরা ভোটে দাঁড়াতে না পারি সেজন্য বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেস থেকে পুরো ঘটনা অস্বীকার করা হয়েছে।আইন আইনের পথে চলবে যদিও এই ঘটনা নিন্দনীয়!যেহেতু পূজো মন্ডলের সামনে হয়েছে,পুজো কমিটি রয়েছে এবং প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের যথাযুক্ত শাস্তি দেওয়ার আবেদন জানান তপনবাবু। যদি এই ঘটনায় যদি তৃণমূলের কেউ জড়িত থাকে তাকেও ছাড়া হবে না বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct