বিবর্তন
আজিবুল সেখ
সভ্যতার বিবর্তনে সব বিবর্তিত,
ডারউইনবাদে চরম বিশ্বাসী মানবসভ্যতা
বহু যুগ অতিক্রম করেছে সমাজ
তার প্রবাহমানতায়।
বিবর্তনের পথে মায়া মমতা,
দয়া দাক্ষিন্য তেমন আর দেখা যায়না।
দাদির পানের বাটায় জং ধরেছে
গল্পের আসর, পরম স্নেহ সব
বিবর্তনের মায়ায় হারিয়ে গ্যাছে।
অপেক্ষায় থাকি........
ধূলো ধূসরিত পথে এখনও
দাদুর খরম পায়ের চিহ্ন খুঁজি ভুল ক্রমে।
সারিবদ্ধ তাল গাছ, শান বাঁধানো ঘাট
আজ আর নেই!
কংক্রিটের উঠোনে
আমার দাদির কোমল পায়ের ছাপ খুঁজি।
আজ সব বিবর্তিত,
আবর্তিত সময়ের ঘূর্ণিপাকে.......
বিবর্তনের অছিলায়
বাবা হয়েছে ড্যাডি
মা হয়েছে মাম্মি
বই বিকোয় ফুটপাতে
আর জুতো বিকোয় দামী মলে।
সত্য, ত্রেতা, দাপর সব বিবর্তিত হয়ে
কলিতে পৌঁচ্ছেছে,
বিবর্তনবাদের সাক্ষ্য বহণ করে চলেছে
অত্যাধুনিক লেজ খসানো মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct