আপনজন: সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকরা এবার থেকে নিজেদের ইচ্ছেমতো বেসরকারি হাসপাতালে কাজ করতে পারবেন না। সে ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে কাজ হতে গেলে আগে স্বাস্থ্য দফতরের কাছ থেকে অনুমতি নিতে হবে। অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে সংশ্লিষ্ট চিকিৎসকদের। শুধু যে নো অবজেশন সার্টিফিকেট নিতে হবে তাই নয়, এমনকি যে স্বাস্থ্য প্রতিষ্ঠান বা নার্সিংহোমে সংশ্লিষ্ট চিকিৎসক কাজ করতে চান সেই নার্সিংহোম কর্তৃপক্ষকেও স্বাস্থ্য দফতরকে জানাতে হবে। সংশ্লিষ্ট চিকিৎসক কতক্ষণ বেসরকারি হাসপাতালে কাজ করবেন সে বিষয়টিও নির্দিষ্টভাবে জানাতে হবে। শুধু চিকিৎসকদের নয়, হাউস স্টাফ, ইনটার্ন এবং ডাক্তারি পড়ুয়াদের ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct