নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন মাদ্রাসা শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। এই মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি হিসাবে একেএম ফারহাদ জানান, তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশে শুক্রবার বিকালবেলা তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনকে স্থান দেওয়া হয়েছেতৃণমূল ভবনে। ওইদিন তৃণমূল কংগ্রেস ভবনে মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি দুয়ারে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়অ হযেছে বলে জানান পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। পাশাপাশি তিনি বলেন তৃণমূল কংগ্রেস সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি,অন্যতম নেতৃত্ব তথা মন্ত্রী ফিরহাদ হাকিমদের নির্দেশে সবরকমের দলীয় কাজ পরিচালিত করা হচ্ছে। আলোচনায় উঠে আসে রাজ্যে সংখ্যালঘু সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের জন্য রাজ্য সরকারে যে সব প্রকল্প রযেছে সেগুলি কীবাবে বাস্তবায়িত করা যায় সেই প্রসঙ্গ। এদিনের সভায় সবাইকে এক হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তৃণমূল কংগ্রেস রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার। আলোচনা সভায় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল নজরকাড়া। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সংগঠন আরও কার্যকরী হবে বলে জানান উপস্থিত সদস্যরা। আলোচনায় ছিলেন শিক্ষক নূরুল হক বৈদ্য, কুতুব আখতার, নূরুল হক, জার্জিস হোসেন, সওকাত হোসেন পিয়াদা,কামার নাসির,আবু সুফিয়ান, নূরুল আমিন, নামদার শেখ, শর্মিষ্ঠা ঘোষ, নাসরিন সুলতানা, ফারহানা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct