আপনজন ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলির জামানা গত মাসেই শেষ হয়ে গেছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রজার বিনি। বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রমাপ্রসাদ সরকার নামের এক আইনজীবী। সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, একজন ব্যক্তি রাজ্য ক্রিকেট সংস্থায় ছয় বছর এবং বোর্ডে ছয় বছর দায়িত্বে থাকতে পারবেন। সেই অনুযায়ী সৌরভ আরো তিন বছর বোর্ড সভাপতি থাকতে পারতেন। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ সচিব পদে দ্বিতীয় মেয়াদে থেকে গেলেও সৌরভকে রাখা হয়নি। এ বিষয়টি সামনে এনেই দেশটির প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন রমাপ্রসাদ। অভিযোগের পক্ষে রমাপ্রসাদ বলেছেন, ‘বিসিসিআই সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় আছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় সঠিকভাবে মানা হয়নি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ যদি পুনরায় বোর্ডে থাকতে পারেন, তাহলে সৌরভ কেন নয়? তাকে কি রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে?’ আগামী সপ্তাহে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct